sonakhshi sinyha
ছবি-ইন্টারনেট

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ● বাংলাদেশি প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনে দেখা মিললো বলিউডের তুমুল জনপ্রিয় আবেদনময়ী নায়িকা সোনাক্ষি সিনহার।

‘দাবাং’ নায়িকা সোনাক্ষির করা বিজ্ঞাপনটি ইতোমধ্যেই প্রশংসার কেন্দ্রবিন্দুতে পৌছেছে। ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেলে দেখা মিলছে বিজ্ঞাপনটি।  প্রাণ ফ্রুটো’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে জিঙ্গেল নির্ভর বিজ্ঞাপনটি।

বহু জনপ্রিয় ছবির সাহসী অভিনেত্রী সোনাক্ষির ফেসবুক পেজেও উপস্থিতির জানান দিচ্ছে বিজ্ঞাপনটির একটি স্থির চিত্র।

উল্লেখ্য, প্রথমবারের মতো বলিউডের কোনো প্রথমসারির অভিনেতাকে বাংলাদেশি পণ্যের প্রচারণায় দেখা মিললো।

পাঠকের মতামত:

Please enter your comment!
Please enter your name here

fourteen + 19 =