farooki-nowaj
ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ● বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউডের শক্তিমান অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি বাংলাদেশের ছবিতে অভিনয় করবেন। অবশেষে সে গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। দেশীয় প্রশংসিত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‌‘নো ল্যান্ডস ম্যান’-এ দেখা মিলবে এ অভিনেতার।

ইংরেজি ভাষার ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ এগুবে পৃথিবীতে চলমান অভিবাসন ও তার রাজনীতির নানা গল্প নিয়ে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন নওয়াজ। তার সহ-প্রযোজক হিসেবে স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

farooki-nowaj
ছবি-সংগৃহীত

নির্মাণের আগেই ছবিটির চিত্রনাট্য পুরষ্কৃত হয়েছে আন্তর্জাতিক নানা প্রতিযোগিতায়।

জানা গেছে, ছবিটির সিংহভাগ শুটিং হবে নিউইয়র্ক। এছাড়া ভারত, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় চলবে চিত্রায়ন।